স্পোর্টস ডেস্ক : শ্রীলংঙ্কার সাবেক ওপেনার সনাথ জয়াসুরিয়া শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দেশটির ক্রিকেট বর্ডের পক্ষ থেকে ডেইলি মিররকে নিশ্চিত করা হয়েছে।

 

জয়াসুরিয়ার কমিটির মেয়াদ শেষ হয়েছিলো ৩১ মার্চ। কিন্তু বোর্ডের নির্বাচন বাতিল হওয়ায় ১ মাসের জন্য বাড়ানো হয় কমিটির সময়। কিন্তু সেটা মানেনি অন্তর্বর্তীকালিন কমিটি। ক্রীড়া মন্ত্রী নাভিন দিসানায়েকের কাছে পাঠানো পদত্যাগ পত্রে জয়াসুরিয়া লিখেছেন, "আমি খুবই গর্বিত ও খুশি এ কারণে যে আমার সময়ে শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপ জিতেছে। এবং বহুল প্রত্যাশিত ইংল্যান্ডের বিপক্ষের সিরিজ জিতেছে। ভবিষ্যতে আমাকে দেশের সেবা করার সুযোগ দিতে ডাকলেই পাওয়া যাবে।"

এর সাথে জয়াসুরিয়া যোগ করেছেন, ভবিষ্যতে জাতীয় দল ও শ্রীলঙ্কা ক্রিকেটের মঙ্গল ও সাফল্য কামনা করছি আমি।

ক্রীড়া মন্ত্রী বোর্ড ভেঙ্গে দেবার পর ১ এপ্রিল থেকে নতুন অন্তর্বর্তীকালিন কমিটি দায়িত্ব গ্রহন করেছে। সিধাত ওয়েটিমুনি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

(ওএস/এটিআর/এপ্রিল ০৩, ২০১৫)