মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে। আজ শুক্রবার বেলা পৌনে এগারোটার দিকে উপজেলার বালিদিয়া গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল চুরি ও কেনা বেচার ব্যবসায় জড়িত বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান ও এসআই বাশার আজ বালিদিয়া গ্রামে অভিযান চালায়। ওই গ্রাম থেকে মমসের মোল্যার ছেলে নাইমুর রহমান (২৫) ও একই গ্রামর শহীদুল্লাহ বিশ্বাসের ছেলে আনিছুর হককে (২৫) পুলিশ আটক করে। তাদের বাড়ি থেকে পুলিশ নম্মর প্লেট বিহীন ১৫০ সিসি সবুজ রঙের ইয়ামাহা হাঙ্ক ও ভূয়া নম্বরপ্লেটের খয়েরি রঙের বাজাজ ডিসকভারী ১৩৫ সিসির দুটি মোটর সাইকেল আটক করে।

একই নম্বর প্লেটে উপজেলার নহাটা থেকে লাল রঙের বাজাজ ডিসকভারী ১৩৫ সিসির আরেকটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। তবে ওই গাড়িটি বৈধ বলে তার চালক দাবি করেছেন। এঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠিয়েছে।

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন মোটরসাইকেল চুরি ও কেনা-বেচার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

(ডিসি/এএস/এপ্রিল ০৩, ২০১৫)