গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে  চরের জমি  দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে ১জন নিহত  ও কমপক্ষে ১০জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার উত্তরপাড়া গ্রামের মৃত জানু মন্ডলের ছেলে হাতেম মন্ডলের (৫৫) জমি করতোয়া নদীতে বিলিন হয়ে চরে পরিনত হলে তখন থেকে হাতেম মন্ডল চরের জমিটি নিজেই ভোগ দখল করে আসতে থাকে ।

শনিবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী গ্রামের কিসমত চেরেংগা গ্রামের ইছামুদ্দিনের পুত্র নুরন্নবী ২০/২৫ জনের একদল ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে উক্ত চরের জমি দখল করতে আসলে হাতেম মন্ডল সহ তার লোক জন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে প্রতিপক্ষ নুরন্নবীর লাঠিয়াল বাহিনীর ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাতেম মন্ডল নিহত হয় এবং মারপিটে মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয় ।

আহতদের মধ্যে ছামিদুল(৫০), আবুল হোসেন (৫৫) কে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ার ম্যান শফিক মাহমুদ গোলাপ ও গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত ) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং নিহত হাতেম মন্ডলের লাশ থানায় নিয়ে আসে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত ) আমিনুল ইসলাম-ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনাস্থলে পরিস্তিতি এখন শান্ত আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এসআরডি/এসসি/এপ্রিল০৪,২০১৫)