ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও পৌর কার্যালয়ে যেতে বাধা সৃষ্টির অভিযোগ করেছেন মেয়র পত্নী ফরিদা ইয়াসমিন ছবি।

শনিবার দুপুরে শহরের আড়ৎদ্দারপট্টিস্থ মেয়রের ব্যাক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি প্রধান মন্ত্রী ও শিল্প মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে এ ব্যাপারে তাদের হস্তক্ষেপ কামনা করেন। এসময় মেয়রের ছেলে উজ্জল হোসেন লোটাস ও মেয়ে ঈশিতা আক্তার ঈশাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসংগত, একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়ার প্রেক্ষিতে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রনালয় সাময়িক ভাবে বরখাস্ত করে। পরবর্তীতে ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর মন্ত্রনালয় থেকে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। তবে এক নং প্যানেল ও ভারপ্রাপ্ত মেয়র প্রনব কুমার নাথ ভানুর দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করার আশংকায় তিনি দায়িত্ব নিতে পারছেন না।

(এএম/এসসি/এপ্রিল০৪,২০১৫)