লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মো. মনির হোসেন (৩৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। গুলিবিদ্ধ মনির হোসেন বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত-রফিক উল্যার ছেলে ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। মনিরের পিঠে ছররা গুলিবিদ্ধ হয় এবং ইউসুফ নামে স্থানীয় এক সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎস্যক সোহেব আহম্মদ জানান, মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎস্যা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতের প্রেরণ করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে বশিকপুর পুলিশ ক্যাম্প-১’র ইনচার্জ (এসআই) মো. শাহ আলম বলেন, ‘মনির এশার নামাজ পড়ে কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী বাগান থেকে সন্ত্রাসীরা মনিরকে লক্ষ্য করে গুলি ছুড়ে সিএনজিযোগে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। মনিরের পিঠে বেশ কিছু ছররা গুলির আঘাত ছিলো।’ তিনি আরও বলেন, ‘পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লাহ ওরফে লাদেন বাহিনীর সদস্য ইউসুফ ও তার সহযোগীরা এ ঘটনার সাথে জড়িত। তাদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।’
বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান জানান, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে যুবলীগ নেতা মনিরকে গুলি করা হয়েছে। এ ঘটনার সাথে স্থানীয় লাদেন বাহিনীর সন্ত্রাসীরা জড়িত।

(এমঅার/পিবি/এপ্রিল ০৫,২০১৫)