মদন (নেত্রকোণা) প্রতিনিধি :  মদনে এক বৃদ্ধের ২৪ মাসের বয়স্কভাতার ৭ হাজার ৮শত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলমশ্রী গ্রামে।

কার্ডধারী আব্দুল করিম জানান, আমার বাড়ীর পার্শ্বে বয়স্কভাতা প্রাপ্ত আঃ ছোবান মারা গেলে আমার নামে এই কার্ডটি ইস্যু করা হয়। আমি বহুবার কার্ড পাওয়ার জন্য সমাজসেবা অফিসে গেলে কার্ডটি অনুমোদন হয়ে আসেনি বলে সময়ক্ষেপন করেন। গত শনিবার ইউপি সদস্যা জাহানারা আক্তারের নিকট থেকে কার্ড পেয়ে দেখি জানুয়ারি/২০১৩ইং থেকে ডিসেম্বর/২০১৪ পর্যন্ত ২৪ মাসের টাকা উত্তোলন করা হয়েছে। টাকা কিভাবে উত্তোলন করা হয়েছে এ তথ্য জানার জন্য রোববার সমাজসেবা অফিসে গেলে কর্মরত টি,আই নুরজাহান আক্তার রেজিষ্ট্রি বহি দেখে নামধারী সাংবাদিক আল আমীন কার্ডটি নিজ স্বাক্ষর করে নিয়ে গেছে। টাকা ফেরত পাওয়ার জন্য কার্ডধারী বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সমাজসেবা অফিসের টি,আই নুরজাহান জানান, আমার নিকট থেকে সাংবাদিক আল আমীন নায়েকপুর ইউপি চেয়ারম্যানের দোহাই দিয়ে রেজিষ্ট্রি বহিতে স্বাক্ষর করে কার্ডটি নিয়ে যায়। তারা কিভাবে টাকা উত্তোলন করেছে তা আমার জানা নেই। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হিরা জানান, সমাজসেবা অফিসের টি,আই কে নিষেধ করার পরও সে কার্ডটি অন্য লোকের নিকট হস্তান্তর করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। উপজেলা সমাজসেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা নিজুয়ারা জানান, বিষয়টি আমার জানা নেই তবে আগামী সপ্তাহে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এএমএ/পিবি/এপ্রিল ০৫,২০১৫)