স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার বিকল্প নাই শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাত খুনের ঘটনায় জড়িতদের বিচার ফরমায়েশি নয় বরং কঠোরভাবে করা হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক বিচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তাদেরকে আশ্বস্ত করেছেন। সরকার এ ঘটনার কোনো ফরমায়েশি তদন্ত ও বিচার করবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে কামরুল বলেন, আপনারা নিশ্চিত থাকেন, সাত খুনের ঘটনায় বিচারের নামে কোনো নাটক করবে না সরকার।

বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে কামরুল বলেন, হত্যাকাণ্ডের ১৭ দিন পর তিনি নারায়ণগঞ্জে যাচ্ছেন নিহতদের পরিবারকে স্বান্ত্বনা দিতে নয়, নতুন করে সহিংসতা সৃষ্টির উস্কানি দিতে।

খালেদা জিয়ার ৠাব বিলুপ্ত করার দাবি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, র‍্যাব জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তিনি র‍্যাব বিলুপ্ত করে দেশকে আবার জঙ্গিবাদের আস্তানা বানাতে চান। র‍্যাব বিলুপ্ত করতে হবে কেন?

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেকোনো সদস্য অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা অতীতেও করা হয়েছে, এবারও হবে। তাতে কোনো গাফিলতি হবে না, বলেন কামরুল।

বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এমএ করিমসহ হকার্স লীগের কেন্দ্রীয় নেতারা।

(ওএস/এটি/মে ১৩, ২০১৪)