স্পোর্টস ডেস্ক : সুনিল নারাইনের মুখে হাসি ফুটেছে, হাসছে বলিউড কিং শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ছাড়পত্র পেয়েছেন নারাইন।

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা স্পিনারের বোলিং নিয়ে আর কোনো আপত্তি নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। নতুন করে পরীক্ষা নেওয়ার পর নারাইনের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত বলে রায় দিয়েছে বিসিসিআই।

ভারতীয় মিডিয়াগুলোর দেওয়া সংবাদানুযায়ী, গত বহস্পতিবার সাবেক ভারতীয় পেসার জাগভাল শ্রীনাথের উপস্থিতিতে শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নারাইনের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার সামগ্রিক রিপোর্ট বিশ্লেষণ করে রবিবার বিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্যারিবীয় অফস্পিনারের বোলিং অ্যাকশনকে ত্রুটিমুক্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০ ক্রিকেটের আসর চলাকালে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। এরপর চলতি বছর মার্চে আইসিসির পরীক্ষায় তার অ্যাকশন ত্রুটিমুক্ত বলে প্রমাণিত হয়েছে।

তবে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা না দিলে নারাইনকে আইপিএলের আসন্ন আসরে (শুরু ৮ এপ্রিল) খেলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিল বিসিসিআই। এর প্রতিবাদ করে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বলেছিল যে নারাইনকে খেলতে না দিলে তারাও আসর বর্জন করবে। তবে নিজ সিদ্ধান্তে অটল থেকেছে বিসিসিআই।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৫)