মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঝড়ো হাওয়ায় সৃষ্টি হওয়া বড় বড় ঢেউয়ের কারণে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। বর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিগুলো চলাচল করছে বলে জানা গেছে ।

ফলে দেড় ঘণ্টার পরিবর্তে দুই থেকে আড়াই ঘণ্টা সময় বেশি নিয়ে নৌরুটে চলাচলরত ফেরিগুলো নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে। এতে একদিকে শত শত যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না, অপরদিকে বিআইডব্লিউটিসির জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় জানান, বৈরি আবহাওয়ায় নৌরুটের পদ্মা নদীতে গত তিন দিন ধরে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। বাতাসের তীব্রতায় পদ্মায় বড় বড় ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এ কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে।

এছাড়া নদী পারাপারে সময় বেশি লাগায় যাত্রীদেরও দুর্ভোগ বেড়েছে এবং বিআইডব্লিউটিসির জ্বালানি খরচও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, বৈরি আবহাওয়ার মধ্যে বর্তমানে নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ছয়টি ফ্লাট ফেরি চলাচল করছে ঝুঁকি নিয়ে।

কালবৈশাখী ঝড়ের কারণে বৃহস্পতিবার রাতে এক ঘণ্টা ও শনিবার রাতে এক ঘণ্টা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ সময় মাঝপদ্মায় আটকা পড়েছিল বেশ কয়েকটি ফেরি।

(ওএস/এটিআর/এপ্রিল ০৫, ২০১৫)