স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে সাহারা স্থান দখল করলো দেশের সর্ববৃহৎ বিজ্ঞাপণ প্রতিষ্ঠান টপ অব মাইন্ড। ২ কোটি ১১ লাখ টাকার বিনিময়ে সাহারার স্থান দখল করে তারা। বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজেই টাইগারদের জার্সিতে দেখা যাবে টপ অব মাইন্ডকে।

'সাহারা ইন্ডিয়া' গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আম্বি ভ্যালির সঙ্গে মেয়াদ শেষ হবার ১৫ মাস আগেই চুক্তি বাতিল করায় জার্সিতে কাকে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি পাকিস্তান সিরিজে কোন স্পন্সার না পাবার ভয়ও ছিল। কিন্তু সব অনিশ্চয়তা দূর করে অবশেষে বাংলাদেশের জার্সির স্পন্সর সত্ত্ব নিজেদের করে নিল দেশি প্রতিষ্ঠান টপ অব মাইন্ড। তবে জার্সিতে আসলে কাদের লোগো দেখা যাবে, সে বিষয়টি এখনও নিশ্চত করেনি এই বিজ্ঞাপণ প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১২ সালের জুন মাসে `আম্বি ভ্যালি`র সঙ্গে ১ কোটি ৪০ লাখ ডলারের স্পন্সরশিপ চুক্তি করেছিল বিসিবি। আর চার বছর মেয়াদি সেই চুক্তি শেষ হওয়ার কথা ২০১৬ সালের জুন মাসে। অথচ তার আগেই চুক্তি বাতিল করে বিসিবি।

(ওএস/অ/এপ্রিল ০৫, ২০১৫)