স্টাফ রিপোর্টার : গুম হত্যাকাণ্ডের ঘটনার দায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না। এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের বাড়িতে হত্যাকাণ্ডে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে খালেদা জিয়া নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় বিষ্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করা না হলে নারায়ণগঞ্জবাসীকে আন্দোলনে নামতে হবে।

নিহত নজরুল ইসলামের কিশোরী কন্যাকে সান্ত্বনা দিয়ে বেগম জিয়া বলেন, ভেঙে পড়লে হবে না। এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো। এসময় একই ঘটনায় নিহত আরও পাঁচ পরিবারের সদস্যদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। তাদের সবাইকে ধৈর্য ধরতে বলেন তিনি।

নিহত নজরুল ইসলামের শ্বশুড় শহীদুল ইসলামের প্রসংশা খালেদা জিয়া বলেন, আপনার সাহসী পদক্ষেপেই এ ঘটনার অনেক সত্য উন্মোচিত হয়েছে।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে রওয়ানা দিয়ে ১২টার দিকে নারায়ণগঞ্জে পৌঁছেন খালেদা জিয়া।

(ওএস/এটি/মে ১৩, ২০১৪)