নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তালিকাভুক্ত রাজাকাররা। কেউ কেউ চাকুরীও করছেন বহাল তবিয়তে।

জলঢাকা মুক্তিযোদ্ধা সংসদ ৫ জানুয়ারী নির্বাচনের আগে ৩১৩জন রাজাকারের তালিকা প্রকাশ করলেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোন পদক্ষেপ বা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করেনি। ফলে প্রকাশ্যে তারা জামায়াতকে উজ্জিবীত করার জন্য লবিং গ্রুপিং চালিয়ে যাচ্ছে।

ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা কমিটি থাকলেও তাদের কার্যক্রম কাগজে কলমেই সীমাবদ্ধ। জামায়াত বিএনপির নাশকতা বন্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মুক্তিযুদ্ধের পক্ষের বেশ কটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসুচি গ্রহন করলেও ঘাতক দালাল নির্মুল কমিটির কোন ভুমিকাই লক্ষ্য করা যায়নি।


(এইচকেএম/এসসি/এপ্রিল ০৬, ২০১৫)