গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দু’টি উদ্ধারের পর সকাল সাড়ে ৯ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার রাত ৩টার দিকে কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটায় মালবাহী একটি ট্রেনের বগি দু’টি লাইনচ্যুত হয়। তারপর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আড়িখোলা স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, সোমবার ভোর ৫টা থেকে উদ্ধার কাজ শুরু হয়। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে চট্রগ্রাম গামী পারাবত ও কিশোরগঞ্জ গামী এগার সিন্ধু এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকাগামী সিলেট এক্সপ্রেস ট্রেনগুলো বন্ধ থাকে।
(এসএএস/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)