নওগাঁ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁর পোরশা উপজেলার বাঙ্গালপাড়ার এক কৃষকের সাড়ে ৪ বিঘা জমির কাঁচা বোরো ধান কেটে সাবাড় করে দিয়েছে।

এ ব্যাপারে জমির মালিক তার প্রতিপক্ষ ৮জনের বিরুদ্ধে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার নিতপুর বাঙ্গালপাড়ার মৃত শের মোহাম্মদের ছেলে নূরে আলম সিদ্দিকি জানান, তার স্বত্ব দখলীয় সাড়ে ৪ বিঘা জমিতে এবার বোরো ধান রোপন করেন তিনি। বৃহস্পতিবার রাতে নিতপুর মাষ্টারপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে বহুলুল আনসারী, আঃ হাই, আয়াজ, খোবায়ের, মিনতুল্লা, কালুর ছেলে তাহের, মোস্তাকিমের ছেলে তাবারক ও গোপিনাথপুর গ্রামের মোজাফ্ফরের ছেলে নজরুল ধানগুলি কেটে বিনষ্ট করে ফেলে। ওই জমি নিয়ে বিরোধ থাকায় মামলার প্রেক্ষিতে আদালতের নিশেধাজ্ঞা থাকা সত্বেও তারা জমির ওপর হাঙ্গামা করছে। তবে তিনি তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ শাহিন কামাল অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।

(বিএম/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)