নওগাঁ প্রতিগিনধি : পাবলিক পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ।

বারবার শীর্ষস্থান লাভ করে আসা এই প্রতিষ্ঠানটি এবারো জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে একইস্থান আগলে রেখেছে। শুক্রবার বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ওই উপজেলার প্রথমস্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে ২০১০ সালে ট্যালেন্টপুলে ৩ ও সাধারনে ৪ জন, ২০১১ সালে ট্যালেন্টপুলে ৭ ও সাধারনে ৭ জন, ২০১২ সালে ট্যালেন্টপুলে ৬ ও সাধারনে ৮ জন, ২০১৩ সালে ট্যালেন্টপুলে ৪ ও সাধারনে ৪ জন এবং ২০১৪ সালে ট্যালেন্টপুলে ৪ ও সাধারনে ৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি লাভ করে। জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২০১০ সালে ১২ জন, ২০১১ সালে ১৯ জন, ২০১২ সালে ১৬ জন, ২০১৩ সালে ৪১ জন ও ২০১৪ সালে ৩২ জন শিক্ষার্থী এ প্লাস লাভের গৌরব অর্জন করে। এছাড়া এসএসসি পরীক্ষায় ২০১০ সালে ১৯ জন, ২০১১ সালে ৩১ জন, ২০১২ সালে ৩০ জন, ২০১৩ সালে ২২ জন ও ২০১৪ সালে ২৯ জন শিক্ষার্থী এ প্লাস লাভ করে। পাশাপাশি শতভাগ পাসের সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি। সাফল্যের এ ধারাবাহিকতায় সদ্য প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে এবারও শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে এই প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস সামাদ জানান, বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় কম্পিউটার বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। এতে করে কম্পিউটার বিষয়ে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে রয়েছে একাডেমিক ভবনের সংকট। তিনি আরো বলেন, শত প্রতিকুলতার মধ্যদিয়েও বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী অভিভাবকদের সম্মলিত প্রচেষ্টায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
(বিএম/ পিবি/ এপ্রিল ০৬,২০১৫)