নাটোর ও সিংড়া প্রতিনিধি:নাটোরের সিংড়ায় ঝড়ের তান্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুত সংযোগের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ সহ  পল্লী বিদ্যুত সমিতির অফিস ঘেরাও করে।  সোমবার বিকেলে শহরের বালুয়া বাসুয়া গোরস্থান পাড়া এলাকার প্রায় অর্ধশত নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে সমিতির অফিস ঘেরাও করে।

মিছিলটি সমিতির অফিসের প্রধান গেইটে পৌঁছিলে কর্মচারীরা তাদের ভিতরে প্রবেশে বাধা দেয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত সহকারী হিসাব রক্ষক আহাদুজ্জামানের সাথে বিক্ষুব্ধ এলাকাবাসীর কয়েকজনের সঙ্গ্ েবাকবিতন্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার বিকেল পর্যন্ত বিদ্যুত সরবরাহ চালু না হওয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।
নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর ডিজিএম(সিংড়া অফিসের অতিরিক্ত দায়িত্ব) অরুন কুমার কুন্ডু জানান, এবিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। তবে শনিবারের ঝড়ের তান্ডবে সিংড়া উপজেলার বিভিন্ন এলাকার ৩৬ টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। অধিকাংশ মেরামত করা হয়েছে।

বিদ্যুত সংযোগ চালুর জন্য কাজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল থেকে বালুয়াবাসুয়া এলাকা সহ সিংহভাগ এলাকায় বিদ্যুত সরবরাহ চালু হয়েছে। অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী লাঞ্ছিত হওয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান।

(এমআর/এসসি/এপ্রিল০৬,২০১৫)