লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ মাছ শিকারের দায়ে নয় জেলেকে প্রত্যেকের এক বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরো এক জেলের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মোহাম্মদ আজিজুর রহমান তাদের এ দন্ড দেন। এর আগে বিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোষ্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা তাদের আটক করা হয় বলে মৎস্য বিভাগ সুত্রে জানা গেছে। এসময় প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ট্রলার জব্দ করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, বিকেলে মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জাটকা ইলিশ নিধনের সময় ওই জেলেদের আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আলেকউজ্জামান, মজু চৌধুরীর হাট কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জেবুলহক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুণিল চন্দ্রঘোষ, জাহিদ হোসেন প্রমুখ। পরে রাতে তাদের ভ্রাম্যমাননআদালতে হাজির করা হলে এ দন্ডপ্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের বাসিন্দা কবির হোসেন, মোহাম্মদ হোসেন, লোকমান, জামাল হোসেন, ইউছুফ, ফারুক হোসেন, খালেক মাঝি, মোহাম্মদ আনোয়ার ও আব্দুর রহিম। এছাড়া বয়স ১৫ বছরের কম হওয়ায় মো: হানিফ এর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আজিজুর রহমান ভ্রাম্যমান আদালতে নয় জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।


(এমআরএস/এসসি/এপ্রিল০৭,২০১৫)