লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শ্রীরামপুর গ্রামের মাদকাসক্ত আবদুল হান্নান সোমবার রাতে তার স্ত্রী আমেনা বেগম শিল্পী (৩০) এর গায়ে কেরোসিন তৈল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। আত্মচিৎকারে গ্রামবাসী ছুটে এসে আমেনাকে উদ্ধার করে।

সূত্রে জানায়,উত্তর শ্রীরামপুর গ্রামের ভূইয়া বাড়ির আমির হোসেন মাদকাসক্ত পুত্র আবদুল হান্নান ২ লক্ষ যৌতুকের টাকার জন্য দীর্ঘ কয়েক দিন পুর্ব থেকে তার স্ত্রী আমেনা বেগমকে মারধর করে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমেনা বেগমের শরীরে রেরোসিন তৈল ঢেলে আগুন লাগিয়ে দেয় হান্নান। হান্নানের পিতা আমির হোসেন বলেন,ঢাকা চাকুরীরত থাকাবস্থায় ৫/৬ বছর পুর্ব থেকে আমার পুত্র আবদুল হান্নান মাদক সেবন শুরু করে। কয়েক মাস যাবত দিন-রাত মাদক সেবন শুরু করে। পরিবারের কেউ প্রতিবাদ করলে অপমান অপদস্ত হতে হচ্ছে। গ্রাম্য মাতব্বরদের ধারস্থ হয়েও কোন প্রতিকার পাইনি। হান্নান বসতঘরে তার স্ত্রীর শরীরে কেরোসিন তৈল ঢেলে আগুন লাগায়। আমরা স্বামী-স্ত্রীর কারনে কোন ক্ষতি হয়নি। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন,আমেনার মা রশিদা বেগম বাদী হয়ে এজাহার দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(এমআরএস/পিবি/ এপ্রিল ০৭,২০১৫)