বরিশাল প্রতিনিধি : নগরীতে তিন দিনব্যাপি বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বুধবার শেষদিন। বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সোমবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

বরিশাল বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. গাউসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম, স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক প্রণয় কান্তি বিশ্বাস, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম প্রমুখ। মেলায় বরিশাল বিভাগের ছয় জেলার ৩০টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
(টিবি/ পিবি/ এপ্রিল ০৭,২০১৫)