বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ঝড়ে নিহতদের পরিবারকে এবং আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছন বগুড়া সদর আসনের এমপি ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর। স্মরনকালের ভয়াবহ কাল বৈশাখী ঝড়ে বগুড়া সদর উপজেলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক প্রদান করেন। একই সাথে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছেন।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ফাঁপোর ইউপির শহরদীঘি গ্রামে নিহত স্কুল ছাত্র রজব আলী, পালশা গ্রামের পলাশ, নিশিন্দারা ইউপির চাঁদপুরে গোলাপী বেগম, গোকুল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদ আকালুর পরিবারের সদস্যদের কাছে ১০ হাজার টাকার চেক প্রদান করেন হুইপ নূরুল ইসলাম ওমর। নিহত ৪ ব্যক্তির পরিবারের কাছে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার চেক ব্যক্তিহত তহবিল থেকে প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, পিআইও নায়েব আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ফাঁপোর ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক, বগুড়া সমবায় ব্যাংক লি: এর চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ। এছাড়া সকাল ১০ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঝড়ে আহত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন হুইপ ওমর। জেলার বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নেয়াসহ আহত ব্যক্তিদের চিকিৎসার সহযোগিতায় ৭ জনকে নগদ অর্থ প্রদান করেন।

এসময় হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোস্তাফিজার রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হুইপ ওমর সদরের বাঘোপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সান্তনা বেগমকে দেখতে যান। এসময় তার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

(এএসবি/এএস/এপ্রিল ০৭, ২০১৫)