স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া ভূঁইয়াপাড়া এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতের নাম জয়নাল (৩০)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁয় থানার ওসি মোস্তাফিজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেরাদিয়া ভূঁইয়াপাড়া বস্তির পাশে দুটি বাড়ির মাঝখানে আম গাছের নিচ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তবে কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)