নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর ধামইরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এক র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গঙ্গা গোবিন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রউফ,স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান প্রমুখ।

(বিএম/পিবি/ এপ্রিল ০৭,২০১৫)