নওগাঁ প্রতিনিধি :  দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সততা সংঘের শিক্ষার্থীদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গত ২৬ মার্চ থেকে সপ্তাহ আরম্ভ হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তছলিম উদ্দীন মিঞা, সহকারী শিক্ষক অজিত রায় প্রমূখ। আলোচনাসভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সততা সংঘের শিক্ষার্থীদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(বিএম/পিবি/এপ্রিল ০৭,২০১৫)