স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন দুর্ঘটনায় পড়েছে। এতে প্লেনটির নোজ-হুইল ভেঙ্গে যায়। তবে এতে কেউ হতাহত হন নি।

সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম জানান, বিকেল ৪টা ১৭ মিনিটে প্লেনটি রানওয়েতে নামে। সামনের চাকা রানওয়ে ছোঁয়ার পরপরই প্লেনটির নোজ হুইল ভেঙ্গে যায়। ফলে রানওয়েতেই এটি বিকল হয়ে পড়ে।

তিনি জানান, এই দুর্ঘটনার কারণে ৩৮ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে।

পরে দুর্ঘটনা কবলিত প্লেনটি সরিয়ে নিলে সোয়া ৫টার দিকে রানওয়ে ক্লিয়ার হয়।

বিমান বাহিনীর গোয়েন্দা পদিপ্তরের পরিচালক এয়ার কমোডর বাশার জানান, অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। এটি এফটি-সেভেন মডেলের একটি প্রশিক্ষণ প্লেন যা বছর দুয়েক আগে চীন থেকে আনা হয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)