নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে অস্ত্রবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ সন্ত্রাস সৃষ্টির একাধিক মামলার আসামী আনোয়ার হোসেন ও এলাকার ত্রাস বলে পরিচিত রিমনকে দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কালীগঞ্জ থানার বিপরীতে আনোয়ারের মালিকানাধীন চাঁদ বিল্ডার্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আনোয়ার (৩০) কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার চাঁন মিয়া এবং রিমন (২৫) ভাদগাতী গ্রামের মোসলেহ উদ্দিন মাস্টারের ছেলে। আটক অপর দু’জন হলেন, চৌড়া গ্রামের আব্দুস সালামের ছেলে সজিব (২৪) ও মুনশুরপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে সাব্বির (২৫)। এসময় একটি মোটরসাইকেলও (ঢাকা মেট্রো ল- ১৫-৩০৭৩) জব্দ করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, পুলিশ গত বছর একই ভবনে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, দুইশ গ্রাম গান পাউডার ও মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করেছিল। তারমধ্যে আনোয়ারও ছিল। এছাড়াও ইতিপূর্বে জমি দখল ও মাদকসহ একাধিকবার গতার ছে আনোয়ার। বর্তমানে সে কালীগঞ্জে ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। সন্ত্রাসী কর্মকান্ডের জন্যে রিমন এলাকায় ত্রাস হিসেবে পরিচিত।

(এসএএস/এএস/এপ্রিল ০৭, ২০১৫)