গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশকে বাড়ি চিনিয়ে দেয়ায় রবিলাল দাস নামে এক গ্রামপুলিশকে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় চার শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিলাল দাস বাদী হয়ে মামলাটি নং-(০২, তাং-০৬/০৪/১৫) দায়ের করেছেন।

তিনি বলেন, ৪ এপ্রিল রাতে নাশকতা মামলার আসামী শিবিরকর্মী ফয়সালকে ধরতে বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে যায় পুলিশ। এ সময় রবিলাল পুলিশকে ফয়সালের বাড়ি চিনেয়ে দেয়।

এ অপরাধে পরদিন ইউপি চেয়ারম্যান রোজিফা বেগম মিনা রবিলাল দাসকে ডেকে নিয়ে গালি-গালাজসহ চাকুরীচুতির হুমকি দেন।

পরদিন ০৫ এপ্রিল রাত ৮ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঝিলবান্দা এলাকায় ডিউটিরত অবস্থায় শিবিরকর্মী ফয়সাল, রবিউল ও সজিবসহ পাঁচ গ্রামপুলিশ রবিলালকে এলাপাতারী মারপিট করে গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায়।

পরে রবিলাল দাসের আত্মচিকিৎকারে অপর দুই গ্রাম পুলিশ আশরাফ হোসেন ও বদিয়ার রহমান তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

(আরই/এটিআর/ এপ্রিল ০৭, ২০১৫)