স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাণিজ্যর দিকে থেকে টি২০ ক্রিকেটের বৃহত্তম আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে কান পাতলেই শোনা যায় অর্থের ঝনঝনানি! এবারের আসরটি অষ্টম। বুধবার কলকাতার ইডেন গার্ডেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইপিএল। তার আগে দেখে নেওয়া যাক, ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের দলে কোন কোন তারকার সমাবেশ ঘটিয়েছেন। বাংলামেইলের পাঠকদের জন্য আইপিএলের আট ফ্রাঞ্চাইজির পূর্ণাঙ্গ দল তুলে দেওয়া হলো।

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর (অধিনায়ক), আজহার মাহমুদ, আন্দ্রে রাসেল, মানিষ পান্ডে, কুলদিপ যাদব, মরনে মরকেল, সুরাইয়া কুমার যাদব, পিযুষ চাওলা, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাট, রবিন উথাপ্পা, সুনিল নারিন, সাকিব আল হাসান, বীর প্রতাপ সিং, উমেশ যাদব, ইয়োহান বোথা, ইউসুফ পাঠান, আদিত্য গারওয়াল, ব্রাড হগ, কেসি কারিপ্পা, সুমিত নারওয়াল, বাইভাব রাওয়াল, শেলডন জ্যাকসন।

চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককালাম, ফ্যাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, মাইকেল হাসি, অঙ্কুশ বায়ান্স, একলাভা ডিভেডি, আশিস নেহরা, ঈশ্বর পান্ডে, মোহিত শর্মা, রবিচন্দ্র অশ্বিন, স্যামুয়েল বদ্রি, রনিত মোরে, রাহুল শর্মা, কাইল অ্যাবট, প্রত্যুষ সিং, অ্যান্ড্রু টাই, বাবা অপরাজিৎ, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ, ম্যাট হেনরি, মিথুন মানহাস, পাওয়ান নেগি, রবিন্দ্র জাদেজা এবং ইরফান পাঠান।

মুম্বাই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), আম্বাতি রাইদু, পাওয়ান সুয়াল, শ্রেয়াস গোপাল, লেন্ডল সিমন্স, অ্যারন ফিঞ্চ, এইডেন ব্লিজার্ড, অক্ষয় ওয়াখেরে, নিতিশ রানা, সিডেশ লাড, হারডিক পান্ডা, উন্মুক্ত চাঁদ, পার্থিব প্যাটেল, লাসিথ মালিঙ্গা, হরভজন সিং, জশ হ্যাজেলউড, মার্চেন্ট ডি লেঙ্গে, প্রজ্ঞান ওঝা, মিচেল ম্যাকক্লিনগান, অভিমুন্যু মিঠুন, জগদদেশা সুচিথ, বিনয় কুমার, কাইরন পোলার্ড, কোরি অ্যান্ডারসন, জশপ্রিত বুমরাহ এবং আদিত্য তারে।

দিল্লি ডেয়ারডেভিলস

জেপি ডুমিনি (অধিনায়ক) মনোজ তিওয়ারী, কেদার যাদব, মাঙ্ক আগারওয়াল, সৌরভ তিওয়ারী, শ্রেয়াস ইয়ার, ট্রেভিস হেড, শ্রীকত ভরত, মার্কাস স্টনিস, ডমনিক জোসেফ, মোহাম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, ইমরান তাহির, নাথান কাল্টার নিলে, যাদব উনাদকট, জহির খান, অমিত মিশ্র, অ্যাঞ্জেলো ম্যাথুস, যুবরাজ সিং, গুরিন্দর সান্ধু, অ্যালবি মরকেল, কুইন্টন ডি কক এবং চিদাম্বরম গৌতম।

কিংস ইলেভেন পাঞ্জাব

জর্জ বেইলি (অধিনায়ক), অনুরিত সিং, ডেভিড মিলার, গুরকিরাত সিং মান, মানন বোরা, শন মার্শ, শিবাম শর্মা, বিরেন্দ্র শেবাগ, মুরালি বিজয়, নিখিল নায়েক, বুরান হেন্ডরিকস, করণবীর সিং, পারবিন্দর আওয়ানা, সন্দিপ শর্মা, অক্ষর প্যাটেল, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, ঋষি ধাওয়ান, শরদুল ঠাকুর, থিসারা পেরেরা, যোগেষ গোলওয়াকার এবং ঋদ্ধিমান সাহা।

রাজস্থান রয়্যালস

শেন ওয়াটসন (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, স্টিভেন স্মিথ, করুন নায়ার, দীপক হুদা, দিশন্ত ইয়াগনিক, রাহুল টিয়াতিয়া, বারিন্দ্রর শরন, টিম সাউদি, ধবল কুলকার্নি, কেন রিচার্ডসন, বেন কাটিং, আনকিত শর্মা, রাস্টি থেরন, স্টুয়ার্ট বিনি, জেমস ফকনার, রজত ভাটিয়া, অভিষেক নায়ার, বিক্রমজিৎ মালিক, প্রবীন থাম্বে, ক্রিস মরিস, দিনেশ সালুনকে, পারদিপ সাহু এবং সনজু স্যামসন।

সানরাইজার্স হায়দারাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, রিকি ভুঁই, কেন উইলিয়ামসন, কেভিন পিটারসেন, ইয়ন মরগ্যান, প্রশান্ত পদমনাভন, ডেল স্টেইন, ইশান্ত শর্মা, ট্রেন্ট বোল্ট, প্রবীন কুমার, সিদ্ধার্থ কাল, ভুবেনশ্বর কুমার, মোজেস হেনরিকুইস, পারভেজ রসূল, আশিস রেড্ডি, চামা মিলিন্দ, করণ শর্মা, রবি বোপারা, লক্ষ্মি শুক্লা, হানুমা বিহারি এবং নোমান ওঝা।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি (অধিনায়ক), এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, নিক ম্যাডিনসন, বিজয় জল, যোগেশ টাকওয়ালে, রিলে রুশো, মানবিন্দর বিসলা, এস বদ্রিনাথ, সরফরাজ খান, মিচেল স্টার্ক, বরুণ অ্যারন, অশোক দিন্দা, হার্শেল প্যাটেল, আবু নিকিম, সন্দ্বিপ ওয়ারিয়ের, যুবেন্দ্র চাহাল, অ্যাডাম মিলনে, ইকবাল আব্দুল্লাহ, মানদিপ সিং, ড্যারেন স্যামি, শন অ্যাবোট, ডেভিড ওয়াইজ, জলজ সাক্সেনা, শিশির বিভানে এবং দিনেশ কার্তিক।

(ওএস/পি/এপ্রিল ০৭, ২০১৫)