নিউজ ডেস্ক : পর্ণের প্রতি আকর্ষণ আছে এমন মানুষের সংখ্যা কম নয়। বরং এর ওপরে ভিত্তি করে বিভিন্ন দেশে গড়ে উঠেছে বিশাল সব ব্যাবসা। প্রশ্ন হলো, পর্ণের প্রতি আসক্তি কি আপনার বিবাহিত জীবনকে সংকটে ফেলতে পারে?

গবেষকেরা বলছেন, হ্যাঁ। জীবনসঙ্গী যদি পর্ণের প্রতি আসক্ত থেকে থাকেন তবে আপনার বিবাহিত জীবন পড়তে পারে হুমকির মুখে।

Psychology of Popular Media Cultutre জার্নালে প্রকাশিত এই গবেষণার ফলাফল হিসেবে দেখা যায়, যে মানুষটি বেশি পর্ণ দেখেন, তার ক্ষেত্রে পরকীয়া করার সম্ভাবনা বেশি থাকে। আর এ পরকীয়া তখন হয়ে দাঁড়ায় বিবাহবিচ্ছেদের কারণ।

এ গবেষণার জন্য ৫৫১ জন দম্পতির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। প্রত্যেক ব্যক্তির পর্ণ দেখার পরিমাণ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রশ্ন করা হয় যেমন- “গত বছর কি আপনি কোনো এক্স-রেটেড মুভি দেখেছেন?” এরপর তারা পরকীয়া করছে কিনা সে ব্যাপারে ধারনা নেবার জন্য যেসব প্রশ্ন করা হয় তার মাঝে একটি ছিল এমন, “একজন বিবাহিত মানুষ তার জীবনসঙ্গী ছাড়া অন্য কারও সাথে শারীরিকভাবে মিলিত হবার ব্যাপারে আপনার মতামত কি?”

গবেষণা শেষে নিশ্চিত হওয়া যায়, পর্ণ দেখার সাথে পরকীয়ার প্রতি ইতিবাচক মনোভাব সরাসরি সম্পর্কিত। এর কারণ হিসেবে বলা হয়, পর্ণের মাঝে বিবাহবহির্ভূত শারীরিক মিলনকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে। এর ফলে যারা পর্ণ দেখেন তাদের মাঝেও এমন মনোভাব তৈরি হয় এবং তা হয়ে দাঁড়ায় বিবাহবিচ্ছেদের কারণ।

(ওএস/এটি/মে ১৩, ২০১৪)