নওগাঁ প্রতিনিধি :  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নওগাঁর রানীনগরে সংখ্যালঘূর জমি থেকে জোড় করে বাঁশ কাটছে প্রতিপক্ষ জয়নুল আবেদীন ও আনছার আলী গং।

গত দু’দিন ধরে তারা ওই জমি থেকে বিপুল সংখ্যক বাঁশ কেটে নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় থানায় অবগত করায় আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা। শুধু তাই নয়, বুধবার ওই সংখ্যালঘূর জমি জবরদখল করে তাদের ভিটে-মাটি থেকে উচ্ছেদের হুমকিও দেয়া হয়েছে। আর এসবের মদদ দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নামধারী কয়েক গ্রাম্য টাউট। এরা এলাকার সাধারন মানুষ বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মাঝে শুধু আওয়ামী লীগ নয়, বর্তমান সরকারেরও ভাবমূর্তি বিতর্কিত করে তুলছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ভান্ডারা গ্রামের সংখ্যালঘূ বলরাম চন্দ্র পালের কেনা প্রায় ৩০ বছর ধরে ভোগদখলীয় পুকুরসহ জমি নিজেদের দাবি করে একই গ্রামের প্রভাবশালী জয়নুল আবেদীন, ওয়াসিম (কালু) ও আনছার আলী জবরদখলের চেষ্টা করে। এব্যাপারে আদালতে মামলা (নং-৫৩/২০১৪) দায়ের হলে গত ১০-০২-১৫ তারিখে আদালত নালিশী সম্পত্তিতে নিষেধাজ্ঞা শুনানী না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্ত সে নির্দেশকে অমান্য করে জয়নুল গং সংখ্যালঘূর ওই জমি জবরদখলের জন্য সোমবার ও মঙ্গলবার জোড় করে ওই বিবাদমান জমি থেকে প্রায় অর্ধশতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। এব্যাপারে রানীনগর থানায় অবগত করা হলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার তারা ওই জমি জবরদখলসহ সংখ্যালঘূ পরিবারকে উচ্ছেদের হুমকি দিয়েছে। স্থানীয় সচেতনমহলের মতে, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে গ্রামের এসব টাউটরা সংখ্যালঘূদের সম্পদ জবরদখল, হত্যা ও উচ্ছেদের হুমকি দিয়ে দলসহ সরকারকে বিতর্কিত করছে। এব্যাপারে রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আইন-শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ কাউকেই করতে দেয়া হবেনা।

(বিএম/পিবি/ এপ্রিল ০৮,২০১৫)