কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়াসহ গোটা উপকূলীয় এলাকায় বুধবার সকাল ৭টা ৪৬ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের কারনে ঘরবাড়ি কেঁপে উঠে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই কম্পন থেমে যায়। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষন ও গবেষণা কেন্দ্র ঢাকা অফিসের আবহাওয়াবিদ মো, সানাউল হক জানান, ৪ দশমিক ৬ রিক্টার স্কেলের ভূমিকম্পটি ঢাকা থেকে ২২৮ কিলোমিটার দক্ষিন-দক্ষিণ পশ্চিমে অনুভূত হয়। ভূমিকম্পের মূল উৎপত্তি ছিলো খুলনার শরনখোলা।
কলাপাড়া পৌর শহরের বাসিন্দা নাসির উদ্দিন আহমেদ রতন জানান, তিনি পৌর শহরের চা-চত্বর সংলগ্ন বাসায় ঘুমানো ছিলেন। হঠাৎ ঘরসহ খাট কেঁপে উঠে। পড়ে বাইরে এসে বুঝতে পারেন ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের খবর পেয়ে শহরের হাজার হাজার মানুষ ভয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসে।
উল্লেখ্য,কলাপাড়া উপজেলায় অন্তত অর্ধশতাধিক ঝুঁকিপূর্ন সরকারি অফিস,আবাসিক ভবন ও আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব ঝুঁকিপূর্ন ভবনে বাসকরা বাসিন্দারা রয়েছে সবচেয়ে আতংকে। জরুরী ভিত্তিতে এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করে ভবনের বাসিন্দাদের অন্যত্র সরানো না গেলে যেকোন সময় ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে।

(এমআর/পিবি/ এপ্রিল ০৮,২০১৫)