নাটোর প্রতিনিধি : দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। তাই জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে হলে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানী করে প্রচুর পরিমান  বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান।

বুধবার নাটোরের বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে কম্পিউটারসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরনকালে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডর প্রমুখ।

স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন কম্পিউটার ট্রেডের চীফ ইন্সট্রাক্টর কে, এম মিজানুর রহমান, ইলেকট্রিক ট্রেডের মুছাবিরুজ্জামান, অটোমটিভ ট্রেডের ইন্সট্রাক্টর বিল্টু চাকমা ও গার্মেন্টস ট্রেডের আবুল বাশার। তিনটি ট্রেডে ১১২ জন প্রশিক্ষনার্থীর মধ্যে এই সনদ বিতরণ করা হয়।

(এমআর/এএস/এপ্রিল ০৮, ২০১৫)