নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৩৬ পরিবারের মাঝে বুধবার ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে  ৩০ কেজি করে চাল এবং আহত দুই জনকে দুই হাজার টাকা করে  বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি তাদের হাতে ওই চাল তুলে দেন।

পৌর মাঠে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও রুহুল আমিন, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা গোলাম রব্বাণী, কাউন্সিলর আসলাম হোসেন, শরীফুন্নেসা শিরিন প্রমূখ।

গত ৪ এপ্রিল ঘুর্ণিঝড়ে পৌরসভার গুনাইহাটি এলাকার ৩৬টি বাড়ি ক্ষতিগ্রস্থ এবং দুইজন গুরুতর আহত হয়। আহত দুইজনকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

(এমঅার/এসসি/এপ্রিল০৯,২০১৫)