রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর বৃস্পতিবার ভোর রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন উপজেলার খাসের হাট বাজার এলাকার নওয়াজ মালদের বাড়ী নামক স্থান থেকে  অভিযান চালিয়ে তিন টন জাটকা ইলিশ, পিকআপ ভ্যান, ট্রেক্সি ও ২টি সিএনজিসহ ঘটনা সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বেলাল (৩০), মোরশেদ আলম (২৫), ফারভেজ (২৮), জাবেদ হোসেন (২২) ও দেলোয়ার হোসেন (২৭)। তাদের সাবার বাড়ীই লক্ষ্মীপুর সদর উপজেলায়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজার এলাকা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন স্থানীয় ফাড়ি পুলিশ নিয়ে অভিযান চালায়। এসময় ওই এলাকার নওয়াজ মালদের বাড়ী নামকস্থানে থেকে একটি পিকআপ ভ্যান, একটি ট্রোক্সি ও ২টি সিএনজিসহ ৫ জনকে আটক করে ফাড়ি থানায় নিয়ে আসে। পরে গাড়িগুলো তল্লাশি করে ৩ টন জাটকা উদ্ধার করা হয়। জাটকা ইলিশগুলো স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
(পিআর/পিবি/ এপ্রিল ০৯,২০১৫)