আহমেদ জাকির
হঠাৎ সেদিন দীপ্ত করল
চিত্রনাট্য ফাঁস!
বিষয়টা খুব ইন্টারেস্টিং
মজিদ স্যারের ক্লাস।

আমরা যখন পড়া বলি
স্যার চলে যান ঘুমে
সবাই তখন ব্যস্ত খেলায়
স্টেডিয়াম রুমে।
কেউ বসে খুব গল্প করে
ধাঁধাঁ খেলে কেউ
স্যার হয়তো ঘুমের দেশে
খেলছে খেলা সেও।
ছোট্টবেলার খেলার জয় বা
কৌতুহলী সুখে
পরিতৃপ্তির হাসির আভা
মজিদ স্যারের মুখে।

হঠাৎ যখন ঘণ্টা পড়ে
স্যারের ছুটে ঘুম
আমরা তো সেই ব্যাস্ত খেলায়
স্টেডিয়াম রুম।

“এই পড়া বল” স্যারের হুংকার
“পকেটে ক্যান হাত?
খিলখিলিয়ে হাসছিস ক্যান
মাজিস নি আজ দাঁত?
পরের অধ্যায় পড়ে আসিস”
স্যার দেন যেই হাঁটা
কষ্ট মনে পেছন থেকে
স্যারকে জানাই টা টা।