বরগুনা প্রতিনিধি :সমাগত বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বরগুনার বামনা উপজেলার শফিপুর গ্রামবাসীর উদ্যোগে গত বৃহস্পতিবার বিকালে এতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সফিপুর গ্রামবাসি সম্মিলিতভাবে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এসময় গ্রামের মাঠজুড়ে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হয়। এসময় কয়েকহাজার গ্রামবাসি উৎসবে মেতে ওঠে।

শফিপুর গ্রামের কৃষক মিন্টু মিয়া জানান,সমাগত বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গ্রামবাসি মিলে স্থানীয় মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলার আয়োজন করে। এতে ১৪টি ঘোড়ারদল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিেিযাগিতা শেষে বিজয়ী ঘোড়া ও তার সওয়ারকে পুরস্কৃত করা হয়। এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে মাঠের আশপাশ জুড়ে বৈশাখী মেলা বসে।


(এমএইচ/এসসি/এপ্রিল১০,২০১৫)