বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের নন্দবালা এলাকায় থেকে হরিন শিকারের ফাঁদ ও মাংসসহ ৮ চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার সকালে বন বিভাগের নিয়মিত টহলের সময় সুন্দরবনের নন্দবালা এলাকায় একটি ট্রলারকে সন্দেহ হলে ট্রলারটি আটক করে তল্লাসী চালিয়ে হরিণ শিকারের ফাদঁ ও মাংস আটক করে। আটককৃতদের বাড়ি বাগেরহাটের রামপালের শিকির ডাঙ্গা এলাকায় ।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো: আমীর হোসাইন চৌধুরী জানান, শুক্রবার সকালে বন বিভাগের নিয়মিত টহলের সময় সুন্দরবনের নন্দবালা এলাকায় একটি ট্রলারকে সন্দেহ হলে আটক করে। পরে ট্রলারটি তল্লাসী চালিয়ে হরিণ শিকারের ৭০ টি ফাঁদ ও কয়েক কেজি মাংস, ১টি ইঞ্জিন চালিত ট্রলার, ২টি ডিঙ্গি নৌকা ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। শুক্রবার বিকালে আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

বন বিভাগ জানায়, আটককৃত শিকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিন ,কুমিরসহ বিভিন্ন প্রাণী শিকার করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

(একে/এএস/এপ্রিল ১০, ২০১৫)