নাটোর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম শান্ত(৩৮)কে  লাঞ্ছিত করায় অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। এতে তাঁর সহকর্মি চিকিৎসক ছাড়াও নার্স,কর্মকর্তা-কর্মচারিরা অংশ গ্রহন করেন।

গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সামনের ফটকে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন ডা. মো. ইউসুফ আলী, ডা. মো. ইউসুফ হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমূখ। বক্তৃতারা অভিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তি দাবীর দাবী জানান। অন্যথানায় কর্ম বিরতিসহ আরো কঠোর কর্মসুচির হুমকিদেন।

বক্তারা অভিযোগ করেন, গতবুধবার (৮ এপ্রিল) সকাল নয়টার দিকে আবাসিক চিকিৎক রবিউল করিম তাঁর বাসা থেকে হাসপাতালে ফিরছিলেন। চাঁচকৈড় কাঠহাট মোড়ে স্থানীয়ভাবে প্রভাবশালী ফয়েজ উদ্দিনের বখাটে ছেলে জাহাঙ্গীর আলমের হাতে লাঞ্চিত হন তিনি।
ভুক্তভোগীর সাথে কথাবলে জানাগেছে, গত প্রায় এক সপ্তাহ আগে অভিযুক্ত জাহাঙ্গীরের মা হাসপাতালে ভর্তি ছিলেন। সেসময় ওই চিকিৎসক মহিলা ওয়ার্ডের পরিদর্শনে গেলে জাহাঙ্গীরের
সাথে কথাকাটাকাটি হয়। ওই ঘটনায় ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর।

ওই ঘটনার পর তিনি সিভিলসার্জনসহ তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে বিষয়টি অবগত করেছিলেন। তাঁদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।কিন্তু অভিযুক্ত জাহাঙ্গীরের স্বজনরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মামলার কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তির মুঠোফোনে কয়েকবার ফোন বাজলেও তিনি ফোন ধরেননি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে আপোসের অনুরোধের প্রেক্ষিতে মামলাটি রেকর্ড করানো হয়নি।


(এমআর/এসসি/এপ্রিল১০,২০১৫)