লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ৫০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বর্ণকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলে আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সোয়া দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনাৎ বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কসমেটিক দোকান, মুদি দোকান, হোটেল, ফার্মেসি, জুতার দোকান, গার্মেন্টসের দোকান, স্বর্ণকার, মোবাইলের দোকান, পান দোকান, টিন দোকান, চালের দোকানে আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ জুতা ও গার্মেন্টস ব্যবসায়ী আবদুর রহিম জানান, আমি সর্বহারা আমার আর কিছুই রইল না। দোকানটাই আমার রুজির প্রধান উৎস কিন্তু সেই দোকনটাই এখন ছাই হয়ে গেছে। কয়েকদিন আগে দোকানে আমি আরো পূঁজি বাড়িয়ে ১০ লক্ষ টাকার মালামাল আমদানি করেছি, আমার সব শেষ।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো: দেলোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(এমআরবি/এসসি/এপ্রিল১১,২০১৫)