জেলগেটে পৌঁছেছেন কামারুজ্জামানের পরিবার
স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার বিকেল চারটা ৫ মিনিটে জেলগেটে পৌঁছেন পরিবারের সদস্যরা। দুপুর সোয়া তিনটার দিকে মিরপুর ১১ নম্বরের সাংবাদিক কলোনির বাসা থেকে কারাগারের দিকে রওনা হন তারা। এ দলে পরিবারের সদস্যসহ ২১ জন রয়েছেন। পরিবারের একজন সদস্য সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এর আগে দুপুরে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে তাদের কারাগারে গিয়ে দেখা করতে বলেন কারা কর্তৃপক্ষ।
কামারুজ্জামানের আইনজীবী ও ছেলে হাসান ইকবাল জানান, দুপুর ১টা ২২ মিনিটে লাভলু নামের একজন ডেপুটি জেলার আমার আম্মাকে (কামারুজ্জামানের স্ত্রী) ফোন দিয়ে কারাগারে যেতে বলেন। কারাগারের পক্ষ থেকে নির্দেশনা ছিল, বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যেই যেন পরিবারের সদস্যরা কারাগারে পৌঁছান।
এদিকে এটিই হতে যাচ্ছে ফাঁসি কার্যকরের আগে দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর সঙ্গে তার পরিবারের সদস্যদের শেষ সাক্ষাৎ।
এর আগে গত সোমবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তার পরিবারের সদস্যরা।
সেবার কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, বড় ছেলে হাসান ইকবাল, মেঝো ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখশানা জেরিনসহ ১৪ জন কারাগারে যান। তাদের মধ্যে ৫ জন ছিলেন জামায়াতের নেতা। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।
সাক্ষাৎ শেষে বের হয়ে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল সাংবাদিকদের জানিয়েছিলেন, তার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের আগে তারা আবারও দেখা করার সুযোগ পাবেন।
সে অনুযায়ীই সুযোগটি এসেছে বলে জানান পরিবারের সদস্যরা।
(ওএস/পিবি/ এপ্রিল ১১, ২০১৫)