বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে নারী-পুরুষ-শিশুসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার বিকেল ৩টার দিকে বেনাপোলের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নিত্যনন্দের ছেলে ভোজন কীত্তনিয়া (৩৫), ভোজনের স্ত্রী শিলা কীত্তনিয়া (২৫), মুকুল মন্ডলের স্ত্রী গীতা মন্ডল (৪৮), গণেশের ছেলে কিশোর রায় (৪৫), তার স্ত্রী রীতা রানী (৩০), ছেলে মঙ্গল বিশ্বাস (১২), মেয়ে সুমতি বিশ্বাস (১০), অমর মোল্লার মেয়ে সুফিয়া (২০) ও মুক্তি (১৫), ভগবতীর স্ত্রী দিপ্তি (৪৫), সুবাসের স্ত্রী লিপিকা (২৫), ছেলে জয়ন্ত (০৮), মেয়ে টুকি (০৩), বিনয়ের স্ত্রী গৌর বিনতা মন্ডল (৫০), বলরাম রাজবংশীর ছেলে মাধব রাজবংশী (৫৫), তার স্ত্রী বেদনা রাজবংশী (৪৫), মেয়ে লিপিকা রাজবংশী (২০), আন্না(১৬) ও ছেলে পিযুস (১৪)।

তারা যশোর, নড়াইল, খুলনা, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটকরা দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারত থেকে দেশে ফিরচিল। এ সময় অনুপ্রবেশের অভিযোগে বিজিবি সদস্যরা তাদের আটক করে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/পিবি/ এপ্রিল ১১, ২০১৫ )