নাটোর ও সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মৃত্যুর দেড় মাস পর কবর থেকে খলিলুর রহমান (৫৮) নামে এক বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের জন্য আদালতের নির্দেশে পুলিশ শনিবার দুপুরে সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের কেন্দ্রীয় গোরস্থান থেকে লাশটি উত্তোলন করে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের খলিলুর রহমানের সাথে তার ভাই আব্দুল জলিলের দীর্ঘ দিন ধরেই জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছরের ১৮ ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে খলিলুর রহমান গুরুতর জখম হয়। স্থানীয়রা আহত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তিনি মারা যান।

তার মৃত্যুর পর ময়না তদন্ত ছাড়াই খলিলুর রহমানের লাশ দাফন করা হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী লাইলী বেগম আব্দুল জলিল সহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলা দায়েরের পর আদালত মৃতের ময়না তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে শনিবার দুপুরে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জাহেদুল ইসলামের নেতৃত্বে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(বিএম/এসসি/এপ্রিল১১,২০১৫)