নিউজ ডেস্ক, ঢাকা : নতুন কিছু নয় জমজ শিশু জন্ম নেয়ার ঘটনা। এক জমজ শিশু কিন্তু অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে জন্ম নিয়েছে ভিন্ন আকৃতির। শিশুটির মুখ দুটি। শিশুটির গলার নিচ থেকে সব অঙ্গ-প্রত্যঙ্গ একই। দুই মাথার জমজ শিশু জন্ম নিয়েছে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ভিন্ন আকৃতির জমজ শিশুকে বলা হয় ডিপ্রোসোপাস। জন্মের পর কন্যা শিশুটি নিঃশ্বাস নিতে পারছিল না। অবশ্য পরে তা ঠিক হয়ে যায়। তবে এখনো আশঙ্কামুক্ত নয়। এ জমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে ফেইথ এবং হোপ। চিকিৎসকরা গর্ভে থাকা অবস্থায় এ শিশুকে নষ্ট করে ফেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তার বাবা সাইমন হাওয়াই ও মা রিনি ইয়ং চিকিৎসকের পরামর্শ আমলে নেননি।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের শিশু জন্মের ঘটনা খুবই বিরল। তবে এর আগে সারাবিশ্বে এর ধরনের ৩৫ জন শিশু জন্ম নিয়েছে। তাদের কেউই বেঁচে নেই। শিশুর বাবা সাইমন হাওয়াই জানিয়েছেন, সন্তানকে তারা বাড়ি নিয়ে যেতে চান এবং তাদের বড় করে তুলতে চান। হাউয়াই ও রিনি দম্পতির আরো সাত সন্তান রয়েছে।

(ওএস/পি/মে ১৩,২০১৪)