স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির কার্যকরের ব্যাপারে তদারকি করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন কারা মহা-পরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি কারাগারের প্রবেশ করেন।

এরপর সন্ধ্যা সাতটার দিকে কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দার ও ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী আগে থেকেই কারাগারের ভেতরে আছেন বলে জানা গেছে। কারা চিকিৎসক আহসান হাবিবও কারাগারের ভেতরে ঢুকেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, তিনি কামরুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে তদারকি করার জন্য কারাগারে প্রবেশ করেছেন।

এর আগে বিকালে তার পরিবারের ২৪ সদস্যরা কারাগারে কামারুজ্জামানের সাথে শেষ সাক্ষাৎ করেছে।

(ওএস/অ/এপ্রিল ১১, ২০১৫)