যশোর প্রতিনিধি : জেলার কেশবপুর উপজেলার হাজরাকাটি গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকার ভারতীয় থানকাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ২৬ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে হাজরাকাটি গ্রামে পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় ৮৬ পিস থানকাপড় উদ্ধার করা হয়। রাজস্ব ফাঁকি দিয়ে এই কাপড় চোরাপথে ভারত থেকে আনা হয়। যার দাম প্রায় ৪৩ লাখ ৬৫ হাজার টাকা।

উদ্ধার করা কাপড় যশোর শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।

(জেডকে/পিবি/ এপ্রিল ১২,২০১৫)