কথা রাখো

মিনতি কথা রাখো, কেঁদো না
প্লাবনের জলে ভালোবাসা
ভেসে যায় কে বলে?
স্থবিরতা চেয়েছো কেন
আরো চঞ্চল হবে নাকি?
শেষ ট্রেন চলে গেছে বহু আগে
তাই বলে অভিমানী ফিরে যাবে
ওখানে আবার
তারই কাছে
যে তোমায় বলেছে অবহেলায়
হে বন্ধু বিদায়!

এখন কোথায় তুমি

কতদিন তোমাকে দেখি না
এখন কোথায় তুমি কত দূরে
জানতে ইচ্ছে করে।তোমার অজ্ঞাতবাসে পাঠালাম নীল খাম
কুশলাদি জানতে দিও
কেমন আছো তুমি কেমনইবা ছিলে
কি করে কাটছে তোমার বন্ধুবিহীন বিরহীদিন
মনে পড়ে আমার কথা?
মনে কি পড়ে
জ্বলজ্বল সেই সুবর্ণ স্বপ্নের ছবি
বহতা নদীর মতো বয়ে যাওয়া
একরাশ দুরন্ত যুগল সময়
বসন্ত নূপরিত দিন?
তোমার বুকের গভীরে
এখনো কি তোলপাড় তোলে
সেইসব অন্তরঙ্গ স্মৃতি?
নাকি চোখের আড়াল করে
হৃদয়ে তুলেছো দেয়াল
অবাক মানবী তুমি
আশ্চর্য তোমার খেয়াল!