মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের পাসপোর্ট অফিসের সামনে থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ রবিবার দুপুরে পলাশ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক পলাশ মাগুরা সদর উপজেলার সিতারামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

সে জেলা ছাত্রলীগের সাবেক কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ছিল। তবে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, ছাত্রলীগের বিগত ও বর্তমান কমিটিতে তার নাম নেই। তাছাড়া ছাত্রলীগের সাথে তার কোন সম্পৃক্ততা নেই।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, গোপন সংবাদের ভিত্তেতে পুলিশের একটি টিম দুপুর ১ টার দিকে পাসপোর্ট অফিসের সামনে যায়। সেখানে পলাশ নামের ওই যুবককে পার্সপোট অফিসের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এর এক পর্যায়ে ওই যুবকের দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয় ও তাকে আটক করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

(ডিসি/পিবি/ এপ্রিল ১২,২০১৫)