স্পোর্টস ডেস্ক, ঢাকা : ২০১৫ বিশ্বকাপ বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে যুগের পর যুগ। এ বিশ্ব আসরেই টাইগাররা ক্রিকেট বিশ্বকে তাদের জাত চিনিয়ে দিয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন, বিশ্ব ক্রিকেটে এখন একটি আলোচিত নাম ‘বাংলাদেশ’।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলে বাংলাদেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। ফেরার আগে ভারতে বসে ‘উইসডেন ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাতকারে সাকিব বলেন, বিশ্বকাপে খেলে আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গেছে। নিজেদের খেলায় আমরা অনেক উন্নতি করেছি।

এ সময় সাকিব আরও বলেন, বিশ্বকাপের মতো আসরে কিংবা বাইরের দেশের বড় বড় দলগুলোর বিপক্ষে না খেললে আমরা নিজেদের সামর্থ্য বিচার করতে পারব না। এবারে বাংলাদেশ যেভাবে ক্রিকেট বিশ্বকে তাদের সক্ষমতা দেখিয়েছে, আয়ারল্যান্ডও তেমনি দেখিয়েছে তারা কি করতে পারে।

বিশ্বসেরা এ অলরাউন্ডার যোগ করেন, বিশ্বকাপে আপনারা শুধু রুবেল হোসেন আর তাসকিনের বলের গতি দেখেছেন। আমাদের শফিউল ইসলাম আর শাহাদাত হোসেনের মতো পেসার রয়েছে যারা ১৪৫ কিলোমিটার বেগে বল করতে পারেন।

সাকিব বলেন, আমাদের তরুণ কিছু ক্রিকেটার এবারের বিশ্বকাপে গিয়ে বেশ নজর কেড়েছে। সৌম্য সরকার, তাসকিনের মতো খেলোয়াড় আমরা পেয়েছি। শুধু তাই নয়, দেশে তাদের মতো আরও বেশ কিছু ভালো ক্রিকেটার জাতীয় দলে আসার জন্য প্রস্তুত। এটা জাতীয় দলের জন্য ভালো একটি দিক।

এ সময় সাকিব জানান, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আরও উন্নতি করার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা। উঠতি তরুণ তারকাদের মধ্যে রনি তালুকদার, লিটন দাসের কথা বলেন তিনি।

(ওএস/এএস/এপ্রিল ১২, ২০১৫)