গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় ১লা বৈশাখ বাংলা নববর্ষকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ যাবতীয় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, ১লা বৈশাখ বাংলা নববর্ষকে ঘিরে যে কোন অপ্রীতিকর ঘটনার এড়াতে পুলিশ সুপার আশরাফুল ইসলামের নির্দেশে জেলায় এ অভিযান চলছে। গত এক সপ্তাহে চলমান বিশেষ অভিযানে ২শ লিটার দেশী চোলাই মদ, ২শ ৫০ বোতল ফেন্সিডিল, ১শ ৫০পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ১০জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের হয়েছে।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, নববর্ষ উপলক্ষ্যে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় লাইসেন্সধারী সবকটি মদের দোকান ৭দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা জুড়ে চলমান এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(আরআই/এএস/এপ্রিল ১২, ২০১৫)