জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর দেশব্যাপী সাহিত্য নির্ভর নাট্যকর্মসূচির অংশ হিসেবে জামালপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হলো নাটক 'লাল পিঁপড়া'।

শহীদুল জহিরের গল্প 'আমাদের বকুল' অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন শাহীন রহমান। নাটকটির নির্দেশনা দিয়েছেন ফাহিম মালেক ইভান। সিরাজগঞ্জ জেলার সুহাসিনি গ্রামের এক দরিদ্র কৃষক আকালুর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা ফুটে উঠেছে এ নাটকে।

জামালপুর জেলার বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মীদের অংশগ্রহণে নাটকটি পরিবেশন করে জামালপুর শিল্পকলা একাডেমী রেপার্টরি নাট্যদল। এতে অভিনয় করেন ইভান, সাগর, শিল্পী, রাজীব, সবুজ, স্মৃতি, লাকী, লওরীন, কথা, শান্ত, আসিফ, মেহেদী, শহিদুল, দেলোয়ার, আদিল, পূজা ও নাঈম।

(ওএস/এস/মে ১৩, ২০১৪)