বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে নামাজরত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মারতে গিয়ে উল্টো সেই অস্ত্র কেড়ে নিয়ে পিতাকে খুন করেছে ছেলে। সোমবার ভোরে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত কৃষক হাবিবুর রহমান হাওলাদার (৫৫) জিউধরা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তবে ঘাতক ছেলে জাহিদুল ইসলাম হাওলাদারকে (১৯) পুলিশ আটক করতে পারেনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, কৃষক হাবিবুর রহমানের সাথে তার চার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ চলে আসছিল। সোমবার ফজরের নামাজ পড়ার সময় স্ত্রী সাফিয়া বেগমের উপর চড়াও হয় হাবিবুর রহমান। নামাজ শেষে সাফিয়া বেগমকে দা (দেশীয় ধারালো অস্ত্র) নিয়ে মারতে গেলে ছেলে জাহিদুল ইসলাম পিতা হাবিবুর রহমানের কাছ থেকে দা কেড়ে নিয়ে উল্টো তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশংকাজনত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ওসি আরও জানায়, ঘটনান্থল থেকে রক্তমাখা দাসহ আলমত উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ছেলে জাহিদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।

(একে/পিবি/ এপ্রিল ১৩,২০১৫)